ঢাকায় চায়না সিটি মার্কেট ভবন পরিদর্শন করেছে সাউদিয়া ট্রেড সেন্টার ও চায়না কর্তৃপক্ষ। অদ্য ১৬ আগস্ট ২০২৫ তারিখে
রাজধানী ঢাকার নতুন বাজারের পশ্চিমে কোকাকোলার মোড় এলাকায় দুপুর ২টায় চায়না সিটি মার্কেট ভবন পরিদর্শন করা হয়।
এ সময় চায়না প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার এডওয়ার্ড ও বাংলাদেশের প্রতিনিধি এম গোলাম রসূল বেলাল। এছাড়া বাংলাদেশ ও চায়নার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এই ভবনটি কর্নফুলী শিপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার এম রশিদের উদ্যোগে নির্মাণ করা হয়।
মার্কেট ভবন পরিদর্শন শেষে মিস্টার এডওয়ার্ড বলেন – চায়নার সকল ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও শো-রুম এই ভবনে থাকবে।
বাংলাদেশীরা চায়নার সাথে বিজনেস করতে চাইলে এই চায়না সিটি মার্কেট বিশাল ভূমিকা রাখবে। বাংলাদেশ ও চায়নার বড় বড় ব্যবসায়ীরা এই মার্কেটের চায়নার বড় ব্যবসায়ীদের সাথে পরিচিত হতে পারবে। এটা ঢাকার ভাটারা থানার পাশে নতুন বাজারের পশ্চিমে মেইন রাস্তার উত্তর পাশে মার্কেট ভবনটি তৈরি করা হয়েছে।
এই সময় বাংলাদেশ প্রতিনিধি এম. গোলাম রসূল বলেন – আগামী দুই মাস তথ্য অক্টোবরের শুরুতে এই মার্কেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এখানে চায়নার টাইলস, মোজাহিক, মোবাইল, ইলেকট্রিক পন্যসহ বিভিন্ন শো-রুম ও অফিস থাকবে। তাতে বাংলাদেশ ও চায়নার মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উপকৃত হবে।
তাঁর আগে গত ৬ আগস্ট ২০২৫ইং ঢাকার ৫-২৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, হ্যাপী রহমান প্লাজা, বাংলামটরে সাউদিয়া ট্রেড সেন্টারের সত্বাধিকারী এম. ইউ. গোলাম রসুল বেলালের সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
গোলাম রসূল বলেন – আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অংশগ্রহণ কেবল একটি ব্যবসায়িক সুযোগ নয়। বরং এটি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে প্রবেশের পথ খুলে দিয়েছে।
ঢাকার নতুন বাজার কোকাকোলার মোড়ে রাস্তার উত্তর পাশে বারিধারা “জে” ব্লকে অবস্থিত “চায়না সিটি ঢাকা” মার্কেটকে কেন্দ্র করে বাংলাদেশের টাইলস, স্যানিটারি, হার্ডওয়্যার ও নির্মাণসামগ্রী খাতের ব্যবসায়ীদের নিয়ে একটি শক্তিশালী ও সম্মানজনক ব্যবসায়িক কমিউনিটি গড়ে তোলা হবে।
চীনের প্রতিনিধি দল এই অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
Comments are closed.