ঢাকার কেরানীগঞ্জে ৫ দিনের ইজতেমা চলছে

এইচ এম আমীন, ঢাকা জেলা দক্ষিণ, ০৭ নভেম্বর, ২৫,
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মেকাইল এলাকায় শুক্রবার বেলা দেড়টায় জুম্মা নামাজ আদায় এর মধ্যোমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার পাঁচ দিনের প্রস্তুতি জোর অনুষ্ঠান। পাকিস্তান, ভারত, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও সিঙ্গাপুর, আফগানিস্তান সহ বিশ্বের ৪৫ টি দেশ সহ বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে গত বুধবার ও রাত পর্যন্ত প্রায় পাঁচ লাখ মুসল্লী এই জোর ইজতেমায় অংশ নিয়েছে।

শুক্রবার জুম্মার পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ, জুম্মার নামাজ আদায় করার জন্য দুর দুরান্ত থেকে লাখ লাখ মুসল্লিরা এই মেকাইল মাঠে জড়ো হয়। আগামী মঙ্গলবার সকাল ১১ টায় দেশ ও জাতীর কল্যান চেয়ে বিশেষ মুনাজারের মাধ্যমে পাচ দিলের তাবলিক জামাতের জোর অনুষ্ঠান শেষ হবে। মাওলানা সাদ অনুসারী তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা শুরু হবে ডিসেম্বর মাসের ২৭,২৮,ও ২৯ ডিসেম্বর ২০২৫, মাওলানা জোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে। পাচ দিনের এই জোর ইজতেমায় মুসল্লীদের কাছে মুল আকর্ষণ ছিলে মাওলানা ইউসুফ বিন সাদ ও সাঈদ বিন সাদ। বিদেশী মুসল্লী খিত্তায় দলে দলে বাংলাদেশ মুসল্লীরা মাওলানা সাদের দুই ছেলের সাথে মুলাকাত করতে থাকেন।

Comments are closed.