ঢাকার বঙ্গবাজারে ভোলা সমিতির মার্কেটে দোকান মালিক ব্যবসায়ীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইংরেজি নববর্ষ ২০২৫ইং 1 লা জানুয়ারী রাজধানী ঢাকার বঙ্গবাজার ফুলবাড়িয়ায় ভোলা সমিতি ঢাকার ভবনে এই বহুতল মার্কেটের নিচতলায় ২৫টি দোকান নিয়ে এই কাপড়ের মার্কেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ হেলালী স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সমিতির সিনিয়র নেতৃবৃন্দসহ মতিঝিল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সমিতির উদ্দ্যোক্তারা জানান চলতি জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে ভোলা সমিতি ঢাকার কেন্দ্রীয় কমটিরি সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যদের নিয়ে বর্তমান সরকারে সেনাবাহিনীর মেজর জেনারেলের মাধ্যমে পুরো মার্কেট ও ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হবে।